বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- টানা ১৫ ঘণ্টা সংবাদ সম্মেলন করে রেকর্ড গড়লেন মালদ্বীপের প্রেসিডেন্ট
- গিল অতীত, অভিনেতা সিদ্ধান্তের সঙ্গে সারার ডেটিংয়ের গুঞ্জন
- মোবাইলের মাধ্যমে নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড
- ধর্মশালায় টস জিতে বোলিংয়ে লখনৌ
- মোহাম্মদপুরে ছিনতাইকারীসহ গ্রেফতার ৩০
- রাজস্থানকে ১ রানে হারিয়ে টিকে রইল কলকাতা
- ভারতে ব্লক ইমরান-বিলাওয়ালের এক্স অ্যাকাউন্ট
- মাকে হত্যার পর সারারাত লাশের পাশে বসে ছিলেন ছেলে
- ডিএনসিসি এলাকায় উন্নয়নকাজে নিরাপত্তা বেষ্টনী নিশ্চিতের নির্দেশ
- পাকিস্তানকে ছাড়াই এশিয়া কাপ, আশঙ্কা গাভাস্কারের
- জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্থানীয়দের মতামতকে গুরুত্ব দিতে হবে : পরিবেশ উপদেষ্টা
- বলিউড জঘন্য জায়গা, অর্জুন-অনন্যাদের মতো লোক আছে এখানে: ভাইরাল ইরফানপুত্রের কান্না
- সিডনিতে অনুষ্ঠিত হলো ‘গুড মর্নিং বাংলাদেশ’ এর বিগেস্ট মর্নিং টি
- পশ্চিমবঙ্গে ছয় বাংলাদেশিসহ গ্রেফতার ১২
- ‘আইএমএফ-এডিবির সহায়তা না পেলেও বাস্তবসম্মত বাজেট দেওয়া হবে’
- গাকৃবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত
- চাঁদপুরে বিএডিসির বীজ ডিলার প্রশিক্ষণ
- অটোরিকশা বিক্রি নিষিদ্ধে ৭ দিনের আলটিমেটাম
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৫৩
- নারায়ণগঞ্জে নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনে রাজউকের অভিযান
করোনাভাইরাস প্রতিরোধে খুলনায় সচেতনতামূলক সভা
নিজস্ব প্রতিবেদক, খুলনা:
অনলাইন ভার্সন

নোভেল করোনাভাইরাস প্রতিরোধে খুলনায় সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে আইসোলেশন ও কোয়ারেন্টাইন ইউনিট স্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে এক সচেতনতামূলক সভা মঙ্গলবার সকালে খুলনা সার্কিট হাউজ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথি খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, বিদ্যালয়ের প্রবেশ পথে শিক্ষার্থীদের সাবান-পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখা দরকার। তিনি এসময় অযথা জনসমাবেশ না করা এবং প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধি করতে মাইকযোগে প্রচারের পরামর্শ দেন।
স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডা. রাশেদা সুলতানা জানান, সম্ভাব্য করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের পরিচর্যায় বিভাগ, জেলা ও উপজেলায় স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে যথাক্রমে তিনশ, দুইশ ও একশ শয্যার কোয়ারেন্টাইন (পৃথক করে রাখা) ইউনিট প্রস্তুত করা হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত রোগীদের জন্য বিভাগ, জেলা ও উপজেলায় যথাক্রমে দুইশ, দশ ও পাঁচ শয্যার আইসোলেশন ইউনিট (পৃথক রেখে নিবিড় পরিচর্যা) স্থাপন করা হয়েছে। জনসাধারণকে জনবহুল এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি। পাশাপাশি দেশে পানি সহজপ্রাপ্য হওয়ায় সবাইকে বার বার সাবান দিয়ে হাত ধুতেও পরামর্শ দেন বিভাগীয় পরিচালক। একান্ত দরকার না হলে দেশের বাইরে না যাওয়া এবং বিদেশ হতে আগতদের ১৪দিন নিজের বাড়িতে আলাদা কক্ষে অবস্থানের অনুরোধ জানান। তিনি আরও বলেন, রোগে আক্রান্ত হলে আতক্সিকত না হয়ে ডাক্তারের পরামর্শে বিশ্রাম, বেশি বেশি তরল খাবার খাওয়া ও জ¦র নিয়ন্ত্রণের ওষুধ সেবন করলে করোনাভাইরাস হতে সুস্থ হওয়া সম্ভব।
খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার বলেন, শিশুদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলক কম। আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চললে এ ভাইরাস থেকে দূরে থাকা সম্ভব।
ঘনবসতির বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বিমান বন্দর ও স্থল বন্দরে অধিকতর নজরদারির দাবি জানিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এটিএম মনজুর মোর্শেদ বলেন, এ ভাইরাস মানুষ হতে মানুষে ছড়ায় তবে এতে আক্রান্ত রোগীর মৃত্যুহার তিন শতাংশের কম। স্বাস্থ্যসেবা প্রদানকারী চিকিৎসক ও নার্সদের সুরক্ষা উপকরণ অধিক পরিমাণে মজুদ ও সরবরাহের পরামর্শ দেন তিনি।
সভায় শ্বাসতন্ত্রের রোগ সৃষ্টিকারী নোভেল করোনাভাইরাস হতে দূরে থাকতে মুখ ঢেকে হাঁচি-কাশি দেওয়া, অপ্রয়োজনে চোখ-নাক-মুখে হাতের স্পর্শ হতে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। অন্য কারো সাথে হাত মেলানো বা আলিঙ্গন পরিহার করার পাশাপাশি অসুস্থ পশুপাখির সংস্পর্শে না যেতে জনসাধারণকে আহ্বান করা হয়।
অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন ওয়াজ মাহফিল বা নামযজ্ঞের ন্যায় ধর্মীয় অনুষ্ঠান ও সামাজিক অনুষ্ঠানসমূহ করোনাভাইরাসের প্রাদুর্ভাব দূর হওয়ার পর আয়োজনের জন্য সর্বসাধারণকে পরামর্শ দিতে উপজেলা নির্বাহী অফিসারদের নিদের্শ দেন। জনমনে আতঙ্ক সৃষ্টি করে এমন অতিরঞ্জিত সংবাদ প্রচারে গণমাধ্যমকে সচেতন থাকতে অনুরোধ জানান।
পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এহসান শাহ, প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আলমগীর কবীরসহ জেলা প্রশাসন ও অন্যান্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর