খাগড়াছড়ির টাউন হল প্রাঙ্গনে টিআইবি, সনাক ও জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় মঙ্গলবার দিনব্যাপী তথ্যমেলা অনুষ্ঠিত হয়েছে । এ মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাস। মেলায় করোনাভাইরাসের কারণে অনুষ্ঠান মালা সংক্ষিপ্ত করা হয়।
মেলায় পুরো অনুষ্ঠানে করোনাভাইরাসের ওপর সচতনামূলক বক্তব্য রাখেন ডা. সিভিল সার্জন নুপুর কান্তি দাস । তিনি বলেন, আমরা একশটা বেডের ব্যবস্থা করে রেখেছি। তবে এ বেডে যাতে কোন করোনাভাইরাসের রোগী ভর্তি করতে না হয় এ প্রত্যাশা রাখছি । তিনি এ রোগের উপর সচেতনামূলক বিভিন্ন দিক তুলে ধরে তা যথাযথভাবে পালন করার জন্য খাগড়াছড়ি জেলাবাসীকে অনুরোধ করেন।
মেলায় সভাপতিত্ব করেন সাবেক সনাক সভাপতি প্রফেসর ড. সুধিন কুমার চাকমা । মেলায় শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন চট্টগ্রাম টিআইবি প্রোগ্রাম অফিসার জসীম উদ্দীন। শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেলায় ৩৪টি দোকান স্থান পেয়েছে। মেলার আহ্বায়ক মধুরা ত্রিপুরা করোনাভাইরাসের কারণে মেলার অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানান।
বিডি-প্রতিদিন/শফিক