ময়মনসিংহের গাঙ্গিনারপাড় এলাকায় বেশী দামে মাস্ক বিক্রী করার অভিযোগে এক দোকানিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ কার্যালয়ের সহকারি পরিচালক নিশাত মেহের।
তিনি জানান, একজন অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে ২০ টাকা মূল্যের মাস্ক ৫০ টাকা করে বিক্রয় করা হচ্ছে জেনে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা মিলায় দোকানদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও একই এলাকায় একই অভিযোগে অপর আরেকটি দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করেন সদর এসিল্যান্ড এম সাজ্জাদুল হাসান।
এদিকে সোমবার দুপুরে ও রাতে আরো তিনটি ফার্মেসীকে ৫৫ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বিডি প্রতিদিন/এ মজুমদার