করোনা আতঙ্কে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আজ রবিবার দুপুর থেকে ভারতীয় মোহদীপুর ইমিগ্রেশন কর্তৃপক্ষ পাসপোর্টধারী সকল ধরনের যাত্রী পারাপার বন্ধ করে দিয়েছে। বন্দরের ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আই জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে হোম কোয়ারেনটাইনে আশ্রয় নেয়াদের সংখ্যা।
আজ রবিবার দুপুর ২টা পর্যন্ত ভারতীয় ৩২ জনসহ ১৯০ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আই জাফর ইশবাল জানান, গত শনিবার থেকে ভারতের ভিসা স্থগিতের কারণে সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশি পাসর্পোটধারীরা যেতে না পারলেও আজ রবিবার দুপুর ১টা পর্যন্ত ভারতীয় নাগরিকরা ভারতে এবং ভারত ফেরত বাংলাদেশিদের ফিরতে সুযোগ দিয়েছিল ভারতের মোহদীপুর ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এদিন ৯০ জন যাতায়াত করে। কিন্তু হঠাৎ করে দুপুর ১টার পর থেকে সব ধরনের পাসর্পোটধারী যাত্রী পারাপার বন্ধ করে দেয় ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তবে বন্দরের আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে।
অন্যদিকে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরি জানান, করোনাভাইরাস প্রতিরোধে সোনামসজিদ বন্দর ব্যবহারকারী সকলকে ভালভাবে চেকআপ করছে ৩ সদস্যের একটি মেডিকেল টিম। ভারতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় গত ৩ দিন থেকে ভারত থেকে আসা সকল পাসপোর্টধারী যাত্রীর পুরো ঠিকানা সংরক্ষণ করা হচ্ছে এবং সবাইকে অন্তত ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। সোনামসজিদ বন্দরে আগত ভারত থেকে পণ্যবাহী ট্রাকচালক ও সহকারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এছাড়া পরিস্থিতির অবনতি হলে চাঁপাইনবাবগঞ্জ টিচার্স ট্রেনিং ইন্সিটিউটের একটি ভবন প্রস্তুত রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক