২৪ ঘণ্টা আগেই সার্ক অন্তর্ভুক্ত দেশগুলোকে বৈঠকের ডাক দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাড়াও মিলেছিল জলদি। কথামতো রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনার মোকাবিলা নিয়ে একপ্রস্থ আলোচনা করলেন ১০ দেশের প্রধানরা।
মহামারি পরিস্থিতি নিয়ে আলোচনার মধ্যে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করেন পাকিস্তানের স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাফর মিরজা।
সার্কের এই বৈঠকে একমাত্র পাকিস্তানের প্রধানমন্ত্রী অংশ নেননি। বদলে তার সহকারীকে পাঠিয়েছিলেন। তবে জরুরি পরিস্থিতিতে সার্কের এই বৈঠকে পাকিস্তান জম্মু কাশ্মীর প্রসঙ্গ তোলায় বিতর্ক তৈরি হয়েছে।
সেই আলোচনায় মোদির বার্তা, ভয় পাবেন না। মোকাবিলার জন্য প্রস্তুত থাকুন।একইসঙ্গে পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে তহবিল গঠনের প্রস্তাবও দেন প্রধানমন্ত্রী। ভারত সেই তহবিলে ১০ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য করবে বলেও জানিয়েছেন মোদি। পাশাপাশি সার্কভুক্ত দেশগুলো যৌথভাবে রোগ নিয়ে গবেষণার কেন্দ্র তৈরিরও প্রস্তাব দিয়েছেন তিনি। তার প্রস্তাব মেনেও নিয়েছেন বাকি দেশের প্রধানরা।
হু ইতিমধ্যে করোনাকে বিশ্বব্যপী মহামারি বলে উল্লেখ করেছে। চীন থেকে ছড়ানো এই জীবাণুতে বিশ্বেব প্রায় ১৫০টি দেশ। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দেড় লাখ। মৃত্যু হয়েছে চার হাজার জনের। ইউরোপে কার্যত মৃত্যু মিছিল শুরু হয়েছে। প্রায় একই পরিস্থিতি আমেরিকাও। সেখানে জরুরি অবস্থা জারি করতে হয়েছে। তুলনামূলক ভাল অবস্থায় রয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলো। তবে ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাই পরিস্থিতি মোকাবিলায় একজোট হয়ে লড়াই করার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভিডিও কনফারেন্সের মোদি বলেন, এই যে আমরা একসঙ্গে এসেছি, তাতে খুব উপকার হবে। সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে। তাহলে করোনা ভাইরাসের মতো জীবাণুর মোকাবিলা করতে সক্ষম হব আমরা।
বৈঠকে উপস্থিত রাষ্ট্রপ্রধানরা জানান, তাদের দেশ করোনা মোকাবিলায় কী কী পদক্ষেপ করেছে। একে অন্যকে সাহায্য করতে রাজি সব দেশ।
এদিকে সার্কভুক্ত সমস্ত দেশের স্বাস্থ্য মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন পাকিস্তারেন প্রধানমন্ত্রী ইমরান খান।
বিডি প্রতিদিন/আরাফাত