চট্টগ্রামে বিদেশ থেকে আসা চারজন ও ওমরাহ করে আসা ৫৬ জনসহ মোট ৬০ জনকে নতুন করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে চট্টগ্রামে আসা এই ৬০ জন গত মঙ্গলবার মধ্যরাতে চট্টগ্রামে আসেন। বুধবার তাদেরকে নিজ নিজ হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়। বুধবার পর্যন্ত চট্টগ্রামে মোট ৯১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, ‘নতুন করে আসা ৬০ জনের সবাই সুস্থ আছেন। তাদের শরীরে কোনো লক্ষণ দেখা যায়নি। তারপরও সতর্কতার অংশ হিসেবে তাদেরকে নিজ নিজ বাসায় কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। ৬০ জনের মধ্যে ৫৬ জন ওমরাহ করে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। আর চারজন এসেছেন অন্য দেশ থেকে। এর আগে দুবাই ও ইতালিফেরত ৩১ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছিল। সব মিলিয়ে চট্টগ্রামে বিদেশফেরত মোট ৯১ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।’
তিনি বলেন, হোম কোয়ারেন্টাইনে থাকাদের সঙ্গে আমরা সার্বক্ষণিক যোগাযোগ করছি। যাদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে, তারা সঠিকভাবে আছে কিনা সে বিষয়গুলো নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীও খবরাখবর নিচ্ছে। কেউ নির্দেশনা না মানলে জেল জরিমানা করা হবে। এজন্য নগর পুলিশের একটি বিশেষ টিমও কাজ করছে।’
জানা যায়, চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে ৫৬৭ জন যাত্রী আসে। এর মধ্যে ১৫৬ জন ওমরা হজ্ব থেকে আসেন। তাদেরকে দীর্ঘসময় রেখে পারসন টু পারসন হিসট্রি নিয়েছি। তাদের মোবাইল নাম্বার ও ঠিকানা নিয়েছি। সতর্কতার সঙ্গে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যারা হোম কোয়ারান্টাইনে যাচ্ছে তারা দুই ভাগে বিভক্ত। কেউ শহরে থাকছে আবার কেউ গ্রামের বাড়িতে চলে যাচ্ছে। যারা গ্রামে যাচ্ছে তাদের ব্যাপারে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ এবং চেয়ারম্যানদেরকে জানানো হচ্ছে। নগরের ৪১টি ওয়ার্ডে কাউন্সিলর ও চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও দায়িত্বরত থানাকে জানানো হচ্ছে বলে জানা যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার/রেজা মুজাম্মেল