বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বৈষম্যমূলক বাজেট বরাদ্দের নীতির প্রতিবাদ, আবাসন ভাতা ও হল নির্মাণসহ চার দফা দাবিতে ভিসি ভবনে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৮ মে) দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষার্থীরা অংশ নেন।
এর আগে দুপুরে রফিক ভবনের নিচে একত্রিত হয়ে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের নিচে এসে শেষ হয়।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট উপদেষ্টারা সীমা ছাড়িয়ে গেছেন। তাঁরা এসিতে বসে আমাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন, অথচ আমাদের ভাই-বোনেরা দিনে একবেলা খেয়ে কোনোমতে টিকে আছে। এভাবে আর চলতে পারে না। যদি আমাদের প্রাপ্য অধিকার না দেওয়া হয়, তাহলে বিশ্ববিদ্যালয় পরিচালনা না করে বন্ধ করে দিন, কিংবা আমাদের উপযুক্ত আবাসন ভাতা ও অন্যান্য মৌলিক সুবিধা দিন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আরও বলেন, এর আগেও আমরা বহু আন্দোলন করেছি। আন্দোলনের ফলেই ধূপখোলা মাঠ পেয়েছি, দ্বিতীয় ক্যাম্পাস পেয়েছি, ছাত্রী হল পেয়েছি। সবকিছু যদি আন্দোলনেই পেতে হয়, তবে এবারও দেখিয়ে দেব জবিয়ানরা কী করতে পারে। আমাদের ধৈর্যের সীমা ইতোমধ্যে পার হয়েছে।
শিক্ষার্থীদের চার দফা দাবিগুলো হলো—বাজেটে বৈষম্য দূরীকরণ, পর্যাপ্ত আবাসন সুবিধা, দ্রুত হল নির্মাণ এবং শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করা।
বিডি প্রতিদিন/আশিক