চলতি আইপিএল আসরের গ্রুপ পর্ব শেষের পথে। এরই মধ্যে প্লে-অফ থেকে ছিটকে পড়েছে চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ। বুধবার হারের ফলে কার্যত বিদায় নিয়েছে কলকাতা নাইট রাইডার্সও। এমন সময়ে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ এক ম্যাচে মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস।
ঘরের মাঠে জয় পেলেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে পাঞ্জাব। অন্যদিকে ম্যাচ হারলে প্লে-অফের সমীকরণ আরও কঠিন হয়ে পড়বে দিল্লির জন্য। ফলে দুই দলই নামছে গুরুত্বপূর্ণ লক্ষ্যে চোখ রেখে।
পাঞ্জাবের ব্যাটিংয়ের মূল ভরসা ওপেনার প্রভসিমরন সিং, যিনি এই আসরে ইতোমধ্যেই ৪৩৭ রান করে ফেলেছেন। অধিনায়ক শ্রেয়স আইয়ারও রয়েছেন ভালো ফর্মে। বোলিং বিভাগে ছন্দে ফিরেছেন অর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল, যাদের ওপর থাকবে বড় দায়িত্ব।
অন্যদিকে, শেষ ম্যাচে কলকাতার কাছে হেরে কিছুটা ব্যাকফুটে দিল্লি। তবে ব্যাট হাতে দারুণ ইনিংস খেলেছেন ফাফ ডু প্লেসি ও অক্ষর প্যাটেল। বল হাতে নজর কেড়েছেন তরুণ অলরাউন্ডার ভিপরাজ নিগম। সেই সঙ্গে এই ম্যাচে দিল্লির অন্যতম ভরসা হতে পারেন কেএল রাহুল, যিনি বড় ম্যাচে জ্বলে ওঠার ক্ষমতা রাখেন।
দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ
পাঞ্জাব কিংস: প্রিয়াংশ আর্য, প্রভসিমরান সিং, জশ ইংলিশ, শ্রেয়স আইয়ার, নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টোইনিস, মার্কো জ্যানসেন, অর্শদীপ সিং, হরপ্রীত ব্রার, জেভিয়ার বার্টলেট।
দিল্লি ক্যাপিটালস: অভিষেক পোড়েল, ফাফ ডু প্লেসি, করুণ নায়ার, কেএল রাহুল, অক্ষর প্যাটেল, ত্রিস্তান স্টাবস, আশুতোষ শর্মা, ভিপরাজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মুকেশ কুমার।
বিডি প্রতিদিন/মুসা