কক্সবাজারের টেকনাফে হোম কোয়ারান্টাইনে না থাকায় এক সৌদি প্রবাসীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজা প্রদান করেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল উপস্থিত ছিলেন। পরে বিদেশফেরত উপজেলার বাহারছড়া ইউনিয়নের এক সৌদি প্রবাসীকে হোম কোয়ারান্টাইনে না থাকায় ২ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়। এছাড়াও উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে লোকজনদের লিফলেট দিয়ে সচেতন করা হয় বলে জানা যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল বলেন, করোনাভাইরাস সম্পর্কে সচেতন থাকার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে আমরা নিয়মিত সাধারণ জনগণকে সচেতন করে যাচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, হোম কোয়ারান্টাইন না মানলে ছাড় না দেওয়ার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/আল আমীন