দিনাজপুরের বিভিন্ন উপজেলায় পৃথকভাবে বিভিন্ন দেশ থেকে আসা ২০ জনকে করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের নির্দিষ্ট সময় পর্যন্ত বাড়িতে অবস্থান করার জন্য পরামর্শ দিয়েছে স্থানীয় উপজেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ।
জানা যায়, দিনাজপুরের হাকিমপুরে ১০ জন, বিরামপুরে ৬ জন, কাহারোলে ৫ জন, বীরগঞ্জে ২ জন, খানসামায় ৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে বিরামপুরে ১০ মার্চ ভারত থেকে আসা এক ব্যক্তি পালিয়েছেন বলে অভিযোগ উঠেছে এবং হাকিমপুরে ৭ জনের ১৪ দিন অতিবাহিত হয়েছে। তাদের শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ না থাকলেও বিদেশফেরত হওয়ায় নিজ নিজ বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা যায়।
বৃহস্পতিবার হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার তৌহিদ হাসান জানান, গত কয়েকদিনে বিভিন্ন দেশ থেকে হিলিতে আসা ১০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে ৭ জনের ১৪ দিন অতিবাহিত হয়েছে। কাতার, ওমান, লেবানন, কুয়েত, সৌদি আরব থেকে তারা এসেছেন।
বিরামপুর থানার ওসি মো. মনিরুজ্জামান মনির বলেন, ভারত থেকে আসা ব্যক্তিকে আমরা খুঁজছি। সন্ধান পেলে আমরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করা হবে। তারপরেও আইন অমান্য করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/আল আমীন