গত ১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত ভাঙ্গার বাসিন্দা ৭৯ জন বিদেশ থেকে দেশে ফিরেছে। এর মধ্যে মাত্র ৬ জনের খবর পেয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এদেরকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মোহসিনউদ্দিন ফকির বলেন, তৃণমূলে কাজ করা স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে বৃহস্পতিবার সাড়ে ৩টা পর্যন্ত আমরা বিদেশ থেকে আসা ৬ জনের খবর পেয়েছি। বিদেশ ফেরত ব্যক্তিরা এদের মোবাইল নম্বর জানাতে অনাগ্রহ প্রকাশ করায় স্বাস্থ্য কর্মী ও জনপ্রতিনিধিদের মাধ্যমে এদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিউদ্দিন মোল্লা জানান, তার ইউনিয়নে বৃহস্পতিবার পর্যন্ত ১১ জন বিদেশ ফেরতের সন্ধান পাওয়া গেছে। এ তালিকায় আরও আছে কিনা এ জন্য ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের কাজে লাগানো হয়েছে।
আজ দুপুরে ভাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে করোনা প্রতিরোধে করণীয় শীর্ষক এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মোহসিন উদ্দিন ফকির, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুর রহমান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন