করোনাভাইরাসে চীনের মৃত্যুর সংখ্যা টপকে গেছে স্পেন। গত ২৪ ঘণ্টায় ৭৩৮ জনের মৃত্যু হয়েছে সে দেশে।
দেশটির রাজধানী মাদ্রিদে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। সেখানকার বৃদ্ধাশ্রম থেকেও কয়েক ডজন মরদেহ উদ্ধার করা হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৭ হাজার রোগী মাদ্রিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে ৩১৬৬ জন নিবিড় পরিচর্যাকেন্দ্রে রয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ইতালির পর ভয়াবহ পরিণতি হতে পারে যুক্তরাষ্ট্র ও স্পেনের। বিশেষজ্ঞদের একপক্ষ মনে করছেন, স্পেনের পরিস্থিতি যুক্তরাষ্ট্রের চেয়ে ভয়াবহ হতে পারে। তবে অন্যপক্ষ মনে করছেন, যুক্তরাষ্ট্রের পরিস্থিতি বেশি খারাপ হতে পারে। তবে উভয়েই মনে করেন, চীন, ইতালির পরেই এই দুই দেশ ক্ষতির মধ্যে পড়বে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন