চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস এরই মধ্যে বিশ্বের অন্তত ১৯৮টি দেশ ও অঞ্চলে আঘাত হানে। এ ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ২৪,২৯৩ জন। এছাড়াও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫,৪০,৮৩২ এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১,২৫,২৯৭ জন।
অন্যদিকে চীনে দিন দিনে আক্রান্তের সংখ্যা কমলেও রেকর্ড ভেঙে আক্রান্তের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গেছে আমেরিকা। এই মুহূর্তে বিশ্বের সবথেকে বেশি করোনা আক্রান্ত দেশ আমেরিকায়। প্রাণঘাতী করোনাভাইরাসে আমেরিকায় আক্রান্ত হয়েছেন ৮৫,৬১২ জন। এছাড়াও এ ভাইরাসে মৃত্যু হয়েছে ১৩০১ জনের।
এদিকে, করোনাভাইরাস মোকাবেলায় চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার এক টুইট বার্তায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলে এ কথা জানান ডোনাল্ড ট্রাম্প।
টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প জানান, এইমাত্র করোনাভাইরাস নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে। করোনাভাইরাস আমাদের পৃথিবীর বৃহত্তর অংশকে ধ্বংস করে দিচ্ছে। চীন এ অবস্থায় অনেক কিছু করেছে এবং এ ভাইরাসকে বুঝতে কার্যকর পদক্ষেপ অবলম্বন করছে। করোনা মোকাবেলায় নিবিড়ভাবে আমরা একসঙ্গে কাজ করছি। পরম শ্রদ্ধা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন