বরগুনায় স্বাস্থ্য বিভাগের তথ্যমতে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৯৮ জন। জেনারেল হাসপাতালের একটি ভবনে ৮টি বেড দিয়ে একটি আইসোলেশন ওয়ার্ড করা হলেও গণপূর্ত বিভাগের কাজের ধীরগতির কারণে ৫০ শয্যার আইসোলেশন ওয়ার্ডের কাজ শেষ না হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ বিব্রত অবস্থায় রয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব হোসেন বলেন, আমরা শুরু থেকে ৮টি বেড প্রস্তুত রেখেছি। যদি রোগীর চাপ বেড়ে যায় ৮টি বেডে সংকুলান হবেনা। এ জন্য হাসপাতালের নতুন ভবনে ৪২টি বেডের আইসোলেশন ওয়ার্ডের কাজ চলছে। গণপূর্ত বিভাগের কাজের ধীরগতিতে আমরা চিন্তিত যে, কাজ শেষ করতে আর কতদিন প্রয়োজন হবে।
বিডি প্রতিদিন/আল আমীন