দিনাজপুরের বিভিন্ন এলাকায় করোনাভাইরাস প্রতিরোধে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের পক্ষ থেকে সাবান, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছে শহর আওয়ামী লীগ। এছাড়া অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ।
শুক্রবার দিনাজপুর শহরের প্রতিটি ওয়ার্ডে করোনাভাইরাস প্রতিরোধে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে সাবান, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ ও সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু।
এসময় সভাপতি ও সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, করোনাভাইরাস প্রতিরোধে দিনাজপুর সদর উপজেলার প্রতিটি মানুষের উপকরণের ব্যবস্থা করে হুইপ ইকবালুর রহিম। তিনি নিজ উদ্যোগে প্রতিটি মানুষের জন্য সাবান, খাদ্য সামগ্রী ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করেছেন।
অপরদিকে, ‘আতঙ্কিত না হয়ে করোনাভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে’ শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে জনগণের মাঝে সচেতনতা বাড়াতে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। এছাড়া অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু ইবনে রজব।
বিডি-প্রতিদিন/শফিক