সিরাজগঞ্জে গত তিনদিনে হোম কোয়ারেন্টানে থাকা ২৪৩জন প্রবাসীকে ছাড়পত্র দেয়া হয়েছে। আর ২৪ ঘণ্টায় নতুন করে আর কাউকে কোয়ারেন্টাইনে রাখা হয়নি। বর্তমানে ২৮৩ জন কোয়ারেন্টাইনে রয়েছে।
সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো. জাহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলায় সর্বমোট ৫২৬ জনকে হোম কোয়ারেন্টাইনে আওতায় আনা হয়েছিল। এর মধ্যে ১৪ দিন শেষ হওয়ায় তিনদিনে কোয়ারেন্টানে থাকা ২৪৩ জন প্রবাসীকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
খোঁজ-খবর রাখা হচ্ছে, যারা কোয়ারেন্টাইন মেনে চলবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ে খোলা হয়েছে করোনা মনিটরিং সেল। সেখান থেকে জনগণকে ২৪ ঘণ্টা সব ধরনের সুযোগ- সুবিধা দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/শফিক