সরকারি নির্দেশ অমান্য করে মাদারীপুরের শিবচরে লকডাউনে থেকে বাগেরহাটের চিতলমারীতে শ্বশুরবাড়ি পালিয়ে আসা এক জামাইকে ভ্রাম্যমাণ আদালত ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন। সেই সাথে তাকেসহ তার শ্বশুরবাড়ির সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
শুক্রবার বিকালে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফুল আলম এই অর্থদণ্ডসহ তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফুল আলম সাংবাদিকদের জানান, কয়েকদিন আগে আশিকুর রহমান (৪৫) নামের এক ব্যক্তি লকডাউনে থাকা মাদারীপুরের শিবচর থেকে পালাতে বাগেরহাটের চিতলমারী উপজেলার কুরমনি গ্রামে তার শ্বশুর শাহাদাৎ হোসেনের বাড়ি আসেন। এখবর পেয়ে ওই এলাকায় গিয়ে তাকে সরকারি নির্দেশ অমান্য করার দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। সেই সাথে তাকেসহ তার শ্বশুরবাড়ির সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার কড়া নির্দেশ দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক