চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এর করোনা শনাক্তের দ্বিতীয় দিনে তিনটি নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব নমুনা পরীক্ষার পর ঢাকায় পাঠানো হচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার থেকে বিআইটিআইডিতে করোনাভাইরাস পরীক্ষা শুরু করে।
জানা যায়, বর্তমানে চট্টগ্রামে একমাত্র বিআইটিআইডিতেই করোনাভাইরাসের পরীক্ষা করা হচ্ছে। তাই প্রতিদিন বিশেষায়িত এ প্রতিষ্ঠানে হাজারের বেশি ফোন আসছে। বিআইটিআইডির পক্ষে তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। তাছাড়া গত ১১ মার্চ থেকে বিআইটিআইডি’তে ফ্লু- কর্ণার চালু করা হয়েছে। এখানেও প্রতিদিনই গড়ে প্রায় ৫০ থেকে ৬০ জন রোগী আসছে।
বিআইটিআইডি’র সহযোগী অধ্যাপক ডা. মামুনুর রশিদ বলেন, ‘দ্বিতীয় দিনে তিনটি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট ঢাকায় আইইডিসিআর এ পাঠানো হবে। ঢাকা থেকে এর রিপোর্ট প্রকাশ করা হবে।’
তিনি বলেন, ‘চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা সম্ভাব্য রোগীর ব্যাপারে আমাদের অবহিত করছে। আমরাই নমুনা সংগ্রহ করছি। তারপরও কিছু মানুষ নিজ উদ্যোগে হাসপাতালে চলে আসছে। তবে এটি আমরা তাদেরকে নিরুৎসাহিত করছি।’
বিডি প্রতিদিন/হিমেল