টাঙ্গাইলের বাসাইল ও সখিপুর উপজেলায় করোনাভাইরাসের আতঙ্কে কর্মহীন হয়ে ঘরে থাকা লোকজনের মধ্যে খাদ্য সহায়তা দিলেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)। এমপি তার বেতন থেকে দেড় লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন।
দুই উপজেলার ইউএনও ও জনপ্রতিনিধিদের সাথে নিয়ে বরাদ্দকৃত টাকা দিয়ে খাদ্য কিনে কর্মহীন মানুষের ঘরে ঘরে সংসদ সদস্য নিজে পৌঁছে দেবেন। এরপরেও প্রয়োজন অনুযায়ী আরও বরাদ্দ দিয়ে বাসাইল- সখিপুর উপজেলার কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।
টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সংসদ সদস্যসহ সকল জনপ্রতিনিধিদের করোনাভাইরাসের এই দুর্যোগের সময় জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। এর কারণে তিনি এ সহায়ত প্রদানের ঘোষণা দেন।
বিডি-প্রতিদিন/শফিক