করোনাভাইরাস প্রতিরোধে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা এবং গুরুত্বপূর্ণ হাসপাতালসমূহের কন্ট্রোল রুম ও ফোকাল পারসন নির্ধারণ করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।
গত বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ও করোনাভাইরাস প্রতিরোধ এবং মোকাবেলায় গঠিত বিভাগীয় কমিটির সদস্য সচিব ডা. হাসান শাহরিয়ার কবীর এসব নির্ধারণ করেন। এখন থেকে করোনাভাইরাস সংক্রান্ত যে কোনো তথ্য এসব ফোকাল পারসনের নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।
চট্টগ্রাম জেলার কন্ট্রোল রুম: ০৩১-৬৩৪৮৪৩, ফোকাল পারসন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. মো. নুরুল হায়দার, ০১৮১৬০৩১১২১।
বিআইটিআইডি কন্ট্রোল রুম: ০২-৪৪০৭৫১৬৪, ২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতাল কন্ট্রোল রুম: ০৩১-৬১৬৭৮৬, ডা. আব্দুর রব (০১৭১৪-০৮০৫৯৩), সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ও ডা. জামাল মোস্তফা (০১৬৭২-০১৪৭৪৪), আবাসিক মেডিক্যাল অফিসার।
কক্সবাজার জেলার কন্ট্রোল রুম: ০৩৪১-৬৩৭৬৮, ডা. আসমা আবসারী-এস.এমও (০১৭১৩-২০৫৮৭৭), বান্দরবান জেলার কন্ট্রোল রুম: ০৩৬১-৬২৫২৪, ডা. মো. আলমগীর (০১৭১০-৫৬৬১৭৭) মেডিক্যাল অফিসার (সিএস), রাঙামাটি জেলার কন্ট্রোল রুম: ০৩৫১-৬২১১৪, ডা. মো. মোস্তফা কামাল (০১৭১৫৫-৩০৮৩৭), মেডিক্যাল অফিসার (সিএস), খাগড়াছড়ি জেলার কন্ট্রোল রুম: ০৩৭১-৬১৬৮১, ডা. মিতন চাকমা (০১৭১৫-২৯৮২৪৭), মেডিক্যাল অফিসার (সিএস)। ফেনী জেলার কন্ট্রোল রুম: ০৩৩১-৭৪০৪২, ডা. তাহসিন নুর অমি (০১৭৩৩-০৬১৩৫৬), মেডিক্যাল অফিসার (সিএস), নোয়াখালী জেলার কন্ট্রোল রুম: ০৩২১-৬১০৬৮, ডা. হোসেন মো. আরাফাত (০১৭৬-৫৮২০৯৫৯), মেডিক্যাল অফিসার (রিজার্ভ স্টোর)।
লক্ষীপুর জেলার কন্ট্রোল রুম: ০৩৮১-৬১৩৩৬, মো. আনোয়ার হোসেন (০১৭১৬-১৪৯৬৪৮), জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, চাঁদপুরের কন্ট্রোল রুম: ০৮৪১-৬৩৫৭০, মো. ইউসুফ (০১৭১৬-২১৬৩৭২), জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, কুমিল্লা জেলার কন্ট্রোল রুম: ০১৩১০০২৬৬৯৪, ডা. শাহাদাত হোসেন (০১৭৩৩-৪৯৯৮৮৯), ডেপুটি সিভিল সার্জন।
ব্রাহ্মণবাড়িয়ার কন্ট্রোল রুম: ০৮৫১-৬১২৫৫, ০১৭১৬-৮৩৬৪২৪, ডা. সানজিদা আক্তার (০১৭১৬-৮৪৪৪৮৮), মেডিক্যাল অফিসার (সিএস)।
বিডি প্রতিদিন/হিমেল