করনোভাইরাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসনের অন্তত পাঁচ কর্মী আক্রান্ত হয়েছেন। শুক্রবার ক্রেমলিন এ তথ্য জানিয়ে বলেছে প্রেসিডেন্ট সুস্থ আছেন।
পুতিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ৬৭ বছর বয়সী প্রেসিডেন্ট স্বাভাবিকভাবেই কাজ করছেন।
শুক্রবার রাশিয়ায় একদিনে এখন পর্যন্ত সর্বেোচ্চ ১৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬ জনে। এছাড়া এই ভাইরাসে মারা গেছেন মোট তিনজন।
ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট বলছে, বৃহস্পতিবার রাতে ক্রেমলিনের কর্মীদের করোনা পরীক্ষা করা হয়। এই পরীক্ষার ফলে দেখা যায়, করোনা এখন দেশটির সরকারের সদর দফতরে পৌঁছেছে।
বিডি প্রতিদিন/আরাফাত