করোনা সংক্রমণ চীন-ইতালিকে পেরিয়ে বিশ্বের সর্বোচ্চ আক্রান্ত দেশ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন রোগী শনাক্ত হয়েছেন প্রায় সাত হাজার, মারা গেছেন অন্তত ৭৬ জন। এ পরিস্থিতেই ভয়াবহ এক আশঙ্কার কথা জানিয়েছেন এক গবেষক।
ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের স্কুল অব মেডিসিনের এক ডেটা অ্যানালিস্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে আগামী জুন মাস পর্যন্ত করোনাভাইরাস মহামারির প্রকোপ চলতে পারে। আর এতে মারা যেতে পারেন অন্তত ৮১ হাজার মানুষ।
দেশটিতে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই সবচেয়ে বেশি মানুষ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হবেন। কয়েকটি অঙ্গরাজ্যে মহামারির দাপট চরমে উঠবে আরও পরে। জুনে প্রকোপ কমতে শুরু করলেও জুলাই পর্যন্ত প্রাণহানি অব্যাহত থাকবে। জুন মাসের শেষের দিকে দৈনিক মৃত্যুর সংখ্যা দাঁড়াবে গড়ে ১০-এর কম।
বিডি প্রতিদিন/আরাফাত