করোনায় স্পেনে দীর্ঘ হচ্ছে লাশের সারি। থরে থরে সাজানো লাশ। হাসপাতালগুলোর ভয়াবহ অবস্থা। অথচ স্বজনরা কেউ করোনা আক্রান্তের কাছে যেতে পারছেন না। অনলাইন আরব নিউ এ খবর দিয়েছে।
আজ শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, সেখানে একদিনে মারা গেছেন ৭৬৯ জন। ২৪ ঘন্টায় এসব মৃত্যু রেকর্ড করা হয়েছে। এ নিয়ে স্পেনে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৫৮।
বিডি প্রতিদিন/আরাফাত