বর্তমান বিশ্বের আতঙ্কের নাম করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাস বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা। মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে বৃদ্ধ, তরুণ ও শিশুসহ প্রায় সব বয়সের মানুষ।
করোনাভাইরাসের বিষাক্ত ছোবলে গোটা বিশ্ব যখন দিশেহারা, তখন প্রাণঘাতী এই ভাইরাসের বিরুদ্ধে জয়ী হলেন ১০২ বছরের এক বৃদ্ধা। অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে ইতালির উত্তরাঞ্চলের জেনোয়া শহরে। দীর্ঘ ২০ হাসপাতালে করোনা বিরুদ্ধে লড়াই করে অবশেষে জয়ী হন তিনি।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, ইতালিতে শুক্রবার (২৭ মার্চ) পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছে ৮৬ হাজার ৪৯৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯ হাজার ১৩৪ জনের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৯৫০ জন।
ইতালির জাতীয় স্বাস্থ্য ইন্সটিটিউট’র এ তথ্যানুযায়ী, দেশটিতে প্রাণঘাতী করোনায় মৃত ব্যক্তিদের বয়সের গড় ৭৮ বছর। এমন পরিস্থিতে শতবর্ষ এই বৃদ্ধা সুস্থ হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, মৃদ্যু হৃদযন্ত্রের সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু তার মধ্যে করোনার কিছু লক্ষণ থাকায় তার পরীক্ষা করা হয় এবং তার শরীরের করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। তার চিকিৎসায় আমরা তেমন কিছুই করিনি। তিনি নিজেই ওই ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়েছেন। সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/কালাম