করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর জানালো জর্ডান। মৃত একজন নারী। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
দেশটির রাজধানী আম্মানের প্রিন্স হামজা হাসপাতালের প্রধান আব্দুলআজিজ আল খাসমান বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনায় আক্রান্ত হওয়ার আগে ওই নারী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। রক্তে সংক্রমণজনিত রোগে ভুগছিলেন। করোনায় গুরুতর অসুস্থ হওয়ার পর একটি বেসরকারি হাসপাতাল থেকে তাকে ওই হাসপাতালে নেওয়া হয়।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাদ জাবের জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৩ জন। এ নিয়ে ২৩৫ জনের শরীরে কোভিড-১৯ ধরা পড়ে।
করোনার সংক্রমণ প্রতিরোধে গত ২১ মার্চ থেকে কারফিউ ঘোষণা করা হয় জর্ডানে। সব ধরনের বিমান চলাচল ও সীমান্ত পুরোপুরি বন্ধ আছে।
গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে উৎপত্তি হওয়া ভাইরাস এ পর্যন্ত ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৯৪ হাজারের বেশি। মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে ২৭ হাজার।
বিডি প্রতিদিন/কালাম
ৃ