করোনায় স্পেনে দীর্ঘ হচ্ছে লাশের সারি। হাসপাতালগুলোর ভয়াবহ অবস্থা। থরে থরে সাজানো আছে লাশ।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রতি ২ মিনিটে একজনের মৃত্যু হয়েছে। এতে একদিনেই মৃত্যু হয়েছে ৭৬৯ জনের।
বিশ্বে ইতালির পরে স্পেনেই মৃতের সংখ্যা এখন সবচেয়ে বেশি। ইতোমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে মৃত্যু হয়েছে ৪ হাজার ৮৫৮ জন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ