২৮ মার্চ, ২০২০ ১০:০২

করোনা আতঙ্কের মধ্যেই প্রেসিডেন্ট সাদ্দামের ভুয়া ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক

করোনা আতঙ্কের মধ্যেই প্রেসিডেন্ট সাদ্দামের ভুয়া ভিডিও ভাইরাল

কভিড-১৯ করোনাভাইরাস আতঙ্কের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে ইরাকের প্রাক্তন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের একটি ভিডিও। যাতে দেখা যাচ্ছে, সেনাবাহিনীর কর্মীদের বার্তা দিচ্ছেন সাদ্দাম। দাবি করা হচ্ছে, সাদ্দাম নাকি সেনাবাহিনীকে বলছেন, কীভাবে ইরাকে করোনাভাইরাস ছড়িয়ে দেওয়া যায়, তার চেষ্টা করছে আমেরিকা।

তবে ভিডিওটি ভুয়া বলে নিশ্চিত হওয়া গেছে। টুইটারে ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে, সাদ্দাম হোসেনের কথা শুনে দেখুন। ১৯৯০ সালে তার মন্ত্রিসভায় সাদ্দাম বলছেন, কীভাবে ইরাকে করোনাভাইরাস ছড়িয়ে দেওয়া যায়, তার হুঁশিয়ারি দিচ্ছে আমেরিকা।

ভিডিওটি থেকে কেটে নেওয়া হয়েছে আর একটি ছোট্ট অংশ। আর সেই অংশ ছড়িয়ে দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপে। সেখানে বলা হচ্ছে, সাদ্দাম হোসেন কীরকম ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন দেখুন। ৩০ বছর আগেই তিনি বলে দিয়েছিলেন যে, আমেরিকা ইরাকে করোনাভাইরাস ছড়িয়ে দেবে।

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর