নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ২৪৬ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, এ পর্যন্ত ৮৯৯ জন হোম কোয়ারেন্টোইন থাকার পর নির্দিষ্ট সময় শেষ হওয়ায় ২৪৬ জনকে অব্যাহিত দেওয়া হয়েছে। ফলে বর্তমানে ৬৫৩ জন হোম কেয়ারেন্টাইনে রয়েছেন। এদের মধ্যে ইতালী, মালয়েশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, দুবাই, ভারত ও কাতার ফেরত প্রবাসী রয়েছে।
এদিকে সংক্রমণ প্রতিরোধে শহরে প্রতিদিন আইনশৃংখলা বাহিনী মাইকিং এর মাধ্যমে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না হওয়ার পরামর্শ দিচ্ছে। তবে সরকারের নির্দেশনা উপেক্ষা করে সাপ্তাহিক হাট বসানোর অভিযোগে ৯ জনকে জরিমানা করা হয়েছে।
শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেনের নেতৃত্বে একটি দল সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা মিশন এবং গোবরাতলা ইউনিয়নের চাঁপাই গণিরমোড়, দিয়াড় ধাইনগর ও মহিপুর হাটে অভিযান চালিয়ে ৯ ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
বিডি প্রতিদিন/হিমেল