বাঁকায় করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন উপকরণ বিতরণ ও ভাইরাস সংক্রমণ রোধে ছিটানো হয়েছে জীবাণুনাশক স্প্রে। খুলনার পাইকগাছা উপজেলার বাঁকা বাজারে করোনা থেকে সুরক্ষা পেতে এ ব্যবস্থা নেওয়া হয়। বাঁকাবাজার স্যাটেলাইট ক্যাবল অপরেটর জবাভিশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়।
এসময় ক্যাবল অপরেটর শাহীন গাজী বাঁকা বাজার চৌরাস্তা মোড়ে সাধারণ মানুষের মাঝে মাস্ক, সাবান ও হ্যান্ডওয়াশও বিতরণ করেন। পরে বাঁকা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনায়, বাজারের প্রতিটি সড়ক ও অলিগলিতে জীবাণুনাশক স্প্রে করে স্বেচ্ছা সেবকদল। এসময় ব্যবসায়ী খোরশেদ আলম, মুনজুর গাজী, কাজল গাজী, মফিজুল গাজী, রবিউল ইসলাম, আছাদুল ইসলাম, অহিদুল ইসলাম, মুনরুল ইসলাম ঢালী ও হফিজুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক