কভিড-১৯ করোনাভাইরাস প্রতিরোধে চলমান সঙ্কট উত্তরণে চাঁদপুরে হতদরিদ্র মানুষের জন্য বিনামূল্যে খাদ্য সহায়তা চালু করেছে জেলা প্রশাসন।
সামাজিক দূরত্ব বজায় রাখার মাধ্যমে এসব লোকজনের মাঝে দেয়া হচ্ছে চাল-আলুসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। এছাড়া হতদরিদ্র লোকজনকে অর্ধেক মূল্য ছাড়ে দেয়া হচ্ছে ঔষধ।
চাঁদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় চাঁদপুর ডায়াবেটিক সমিতি ও চক্ষু হাসপাতালে অর্ধেক মূল্য ছাড়ে ঔষধ, সাবান, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার দেয়া হচ্ছে। শহরের ৪টি হোটেলে গরীব লোকজনদের বিনামূল্যে খাওয়ার ব্যবস্থা করেছে।
জেলা প্রশাসক মাজেদুর রহমান খান জানিয়েছে, দেশের এই ক্রান্তিলগ্নে খেটে খাওয়া হতদরিদ্র লোকজনের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে খাদ্য সহায়তা, ঔষধ প্রদান, নগদ অর্থ সহায়তাসহ সকল ধরনের সহায়তা করা হচ্ছে। করোনাভাইরাস সংক্রমণ রোধে হতদরিদ্র মানুষের জন্য জেলা প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/ফারজানা