করোনা সংক্রামণ এড়াতে জনগণকে নিজ নিজ ঘরে থাকার সরকারি নির্দেশ বাস্তবায়নে বরিশাল নগরীসহ সর্বত্র টহল দিচ্ছে সেনাবাহিনী। সোমবার সকাল ১০টার পর থেকে নগরীর রূপাতলী, বান্দ রোড, সদর রোড, বাংলাবাজার সড়ক, গীর্জামহল্লা, সিএন্ডবি রোড, নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসটার্মিনালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে টহল দেয় সেনা সদস্যরা।
এ সময় তারা হ্যান্ড মাইকে করোনা সংক্রামণ এড়াতে জনগণকে সচেতন করেন এবং বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের না হয়ে নিজ নিজ ঘরে থাকার আহ্বান জানান। এদিকে গত কয়েক দিনের চেয়ে আজ বরিশালের রাস্তাঘাটে তুলনমূলক অনেক বেশি মানুষ দেখা গেছে। ব্যক্তিগত যান, মোটরসাইকেল ও রিক্সা চলাচল গত কয়েক দিনের চেয়ে বেড়ে গেছে।
মুদি দোকান, খাবার দোকান এবংওষুধের দোকান ছাড়া নগরীসহ জেলার বেশিরভাগ দোকানপাঠ বন্ধ রয়েছে। সরকারি প্রশাসন কর্মহীন অসহায় দরিদ্রদের মাঝে ত্রাণ মন্ত্রণালয়ের খাদ্য সহায়তা পৌঁছে দিতে কাজ করছে।
অপরদিকে জনগণকে রাস্তায় বের হলেও সামাজিক বা শারীরিক দূরত্ব বজায় রেখে চলতে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল, সদর রোড, নতুন বাজারসহ বিভিন্ন সড়কে এবং ওষুধ ও মুদি দোকানের সামনে রং দিয়ে চতুর্ভূজ রেখা দিয়েছে স্বেচ্ছাসেবকরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার