কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় কোয়ারেন্টাইনে রয়েছেন ২১৩ জন। আজ সোমবার কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৪ জন। এরমধ্যে অষ্টগ্রামে ২ জন, নিকলীতে ১ জন এবং ভৈরবে ১ জন।
এদিকে কোয়ারেন্টাইনের ১৪ দিনের নির্ধারিত সময় শেষ হওয়ায় গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন থেকে ১৩৫ জন ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে মোট ৯১৬ জন কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার