চীনের সীমানা পেরিয়ে বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এ ভাইরাসে বিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৭ লাখ ২১ হাজার মানুষ। মৃত্যু হয়েছে প্রায় ৩৪ হাজার মানুষের।
এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউনের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ালো নেপাল সরকার।
করোনা ঠেকাতে গত সপ্তাহে লকডাউন ঘোষণা করেছিল নেপালি সরকার। নতুন ঘোষণা অনুযায়ী, নেপাল অবরুদ্ধ থাকবে ৭ এপ্রিল পর্যন্ত।
গত এক সপ্তাহের মতোই বন্ধ থাকবে ব্যবসা-বাণিজ্য, বড় মার্কেট ও যানবাহন চলাচল। আর ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে ফ্লাইট।
তবে আটকে পড়া আমেরিকানদের দেশে ফেরত পাঠাতে মঙ্গলবার একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে নেপাল সরকার। আরেকটি ফ্লাইটে বুধবার অস্ট্রেলিয়ানদের পাঠানো হবে সিডনিতে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ