শেরপুরের নালিতাবাড়ীতে রবিরার রাতে জ্বর ও শ্বাসকষ্টে ৫৫ বছর বয়সের (আওয়াল) এক নির্মাণ শ্রমিকের মুত্যৃ হয়েছে।
সিলিভ ও পুলিশ প্রশাসন মৃত ব্যক্তির আশেপাশের সকল বাড়িঘর লকডাউন করে রেখেছে। মৃতের রক্ত সংগ্রহ করে আইইডিসিআরবিতে পাঠানো হয়েছে। পিপিই পড়ে লাশ ইতিমধ্যেই সৎকার করা হয়েছে। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রেহমা সারওয়ার সালাম জানিয়েছেন, মৃত ব্যক্তি ১০ বছর ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। মৃত্যুর আগে জ্বর ছাড়া আর কোন সিমডম ছিল না। করোনা পরীক্ষার ফল পাওয়ার পর লকডাউনের ব্যাপারে ব্যবস্থা সিদ্ধান্ত হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার