নেত্রকোনার সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নে ঢাকা থেকে আসা এক যুবক সর্দি-জ্বরে আক্রান্ত হওয়ায় নজরদারিতে রেখেছে প্রশাসন। ইউনিয়নটির চকপাড়া গ্রামের ওই যুবক সম্প্রতি ঢাকা থেকে বাড়ি আসেন। সর্দি-জ্বরে আক্রান্ত অবস্থায়ই এই যুবক বাজারে ঘোরাফেরা করায় স্থানীয়দের নজরে পড়লে গত রবিবার ইউপি চেয়ারম্যানকে স্থানীয়রা অবহিত করেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান এস এম শফিকুল কাদের জানান, রবিবার আমি এমন খবর পেয়ে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী পাঠাই এবং ইউএনওকে অবগত করি। ওই যুবকের বাড়িঘরের খোঁজ রাখা হচ্ছে। তাকে বলা হয়েছে ঘরের বাইরে যেনো সে না যায়।
তিনি আরো জানান, স্বাস্থ্যকর্মীরা জানিয়েছে মেডিসিন খাওয়ার পর এখন সে সুস্থ আছে। সে ঢাকায় একটি আবাসিক হোটেলে কাজ করতো। এ ব্যাপারে থানায় জানানো হবে বলেও জানান চেয়ারম্যান। যাতে করে পুলিশ গিয়ে নজরে রাখতে পারে।
জেলা প্রশাসক মঈনউল ইসলাম জানান, সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে। তাকে তার বাড়ি থেকে বের না হতে বলা হয়েছে। ইউপি চেয়ারম্যান তদারকি করছেন। সর্দি-জ্বর আক্রান্ত হয়ে আসলেও এখন যুবকটি ভালো হয়ে গেছে বলে খবর পেয়েছি।
বিডি প্রতিদিন/হিমেল