বিমানবাহী রণতরীতে করেনাভাইরাসের প্রকোপ দেখা দেয়ায় মার্কিন নৌ-বাহিনীর রণ-প্রস্তুতি হুমকিতে পড়বে বলে ধারণা ব্যক্ত করেছেন অ্যাডমিরাল জেমস স্টাভরিডিস।
রণতরী রুজভেল্টের ১১ জন সক্রিয় নাবিক করোনায় আক্রান্ত হয়েছেন প্রশান্ত মহাসাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের সাবেক কমান্ডার অ্যাডমিরাল জেমস স্টাভরিডিস বলেন, সামনের মাসগুলোতে নৌ-বাহিনীর রণ-প্রস্তুতি হুমকিতে পড়বে। রণতরী রুজভেল্টের ১১ জন সক্রিয় নাবিক করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর প্রকাশিত হওয়ার পর এ কথা বলেন তিনি।
রুজভেল্টে নাবিকদের জন্য ঠাসাঠাসি করে শোওয়ার ব্যবস্থা রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, এটি করোনা ভাইরাসের সূতিকাগারে পরিণত হবে।-পার্সটুডে
বিডি প্রতিদিন/আরাফাত