করোনাভাইরাস বিষয়ে নানাবিধ জনসচেতনতামূলক কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরা। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাথে সমন্বয় করে নগরীর বিভিন্ন এলাকায় এসব কর্মকাণ্ড চালিয়ে আসছেন সেনাবাহিনীর সদস্যরা।
সোমবার চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ, ষোলশহর, পাচঁলাইশ ও বহদ্দারহাট এলাকার প্রধান প্রধান সড়ক, শাখা সড়ক ও আবাসিক এলাকার রাস্তাগুলোতে করোনা ভাইরাস মোকাবেলায় জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সচেতনতামূলক কাজ চলছে।
চট্টগ্রামের ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের দায়িত্বশীল মেজর তৌহিদ বলেন, চট্টগ্রাম তথা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মূলত চসিকের সাথে সমন্বয় করে নগরীর বিভিন্ন এলাকাগুলোতে করোনাভাইরাস বিষয়ে জনসচেতনতামুলক কাজ করছি। এতে জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম ও সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি নানাবিধ কর্মকান্ডও পরিচালনা করা হচ্ছে। সাধারণ মানুষের সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবেন বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার/সাইদুল ইসলাম