বরিশাল নদী বন্দরের কর্মহীন ২ শতাধিক ছিন্নমূল অসহায় মানুষকে ৮ দিন ধরে রাতের খাবার দিচ্ছেন সাংবাদিকরা। বরিশাল প্রেসক্লাবের উদ্যোগে এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের ব্যবস্থাপনায় গত ২৩ মার্চ থেকে প্রতিদিন রাতে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে।
আজ সোমবার খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সিনিয়র সাংবাদিক আকতার ফারুক শাহীন ও ফিরদাউস সোহাগসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন জানান, করোনার প্রভাবে বরিশাল নদী বন্দরে সব ধরনের কার্যক্রম বন্ধ। নদী বন্দর ঘিরে রুটি-রুজির যোগান দেয়া ছিন্নমূল মানুষগুলো বিপদগ্রস্ত অবস্থায়। তাদের আহার জোটে না। এ কারণে প্রেসক্লাবের সাংবাদিকরা মিলে ২৩ মার্চ থেকে নদী বন্দরের ২ শতাধিক ছিন্নমূল নারী, পুরুষ ও শিশুদের প্রতিদিন রাতে রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়েছে। করোনা সংকট যতদিন চলবে ততদিন বরিশালের সাংবাদিকরা ছিন্নমূলদের অন্তত একবেলা খাবারের ব্যবস্থা করবে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/শফিক