গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে নতুন করে দুইজন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে একজন সৌদি আরব থেকে এসেছেন।
আজ মঙ্গলবার বিকালে মহাখালীর আইইডিসিআর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৪০ জনের নমুনা পরীক্ষা করে দুইজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন সৌদি আরব ফেরত। তবে অপরজনের সংক্রমণের উৎস খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া গত ২৪ ঘণ্টায় একজন নার্সসহ ৬জন সুস্থ হয়েছেন বলেও জানান মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি আরও বলেন, যারা সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ বিভিন্ন উপস্বর্গ নিয়ে মারা গেছেন তাদের শরীরে করোনার নমুনা মেলেনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম