৩১ মার্চ, ২০২০ ১৯:২৩

গোপালপুর পৌরসভায় জীবাণুনাশক ওষুধ স্প্রে

নাটোর প্রতিনিধি:

গোপালপুর পৌরসভায় জীবাণুনাশক ওষুধ স্প্রে

নাটোরের লালপুরে গোপালপুর পৌরসভার করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক ওষুধ স্প্রে করা হয়। গোপালপুর পৌরসভায় জীবাণুনাশক ওষুধ স্প্রে উদ্ভবন করে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

সাংসদ বকুল বক্তব্যে বলেন, আসুন মানবতার সেবাই এগিয়ে আসি। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট মহামারি মোকাবেলায় আমরা সবাই সতর্ক থাকি। স্বাস্থ্যবিধি মেনে চলি এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাই। 

এ সময় উপস্তিত ছিলেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহক আলী, লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি, প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহফুজুর রহমান, ওয়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, গোপালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রোকসানা মোর্ত্তজা লিলি প্রমুখ।

বিডি প্রতিদিন/মজুমদার

সর্বশেষ খবর