৩১ মার্চ, ২০২০ ২২:৪৭

কর্মহীন মানুষের জন্য এমপি জ্যাকবের ২৫ লাখ টাকা অনুদান

এম আবু সিদ্দিক, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :

কর্মহীন মানুষের জন্য এমপি জ্যাকবের ২৫ লাখ টাকা অনুদান

ফাইল ছবি

ভোলার চরফ্যাশন মনপুরায় করোনায় কর্মহীন দরিদ্র মানুষের কল্যাণে ‘মানুষ মানুষের জন্য’ র্কমসূচি চালু করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। চলমান এ কর্মসূচির আওতায় এমপি জ্যাকব ঘোষিত প্রদেয় টাকায় সোমবার থেকে ভোলার চরফ্যাশন উপজেলায় ২০ লাখ ও মনপুরায় উপজলোয় ৫ লাখ টাকাসহ ২৫ লাখ টাকায় দরিদ্রদের খাবার সহায়তায় সরকারের চলমান কর্মসূচির পাশাপাশি উপজেলা পরিষদ বাস্তবায়নে ‘মানুষ মানুষের জন্য’ কর্মসূচির কার্যক্রম চলবে। প্রাথমিক পর্যায়ে ২৫ লাখ টাকা অনুদানের মধ্যে চরফ্যাশন উপজেলা পরিষদের মাধ্যমে ২১টি ইউনিয়নে একশ করে ২১শ পরিবার এবং মনপুরা উপজেলায় আটশ পরিবারকে খাবার সামগ্রী প্রদানে ২০ লাখ টাকা ব্যয় হবে। এছাড়াও মনপুরা উপজলোয় ৫টি ইউনিয়নে একশ করে পাঁচশ পরিবারকে খাবার সামগ্রী বিতরণে ৫ লাখ টাকা ব্যয় করা হবে। চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন ও মনপুরা উপজেলা পরিষদের চেয়রম্যান সেলিনা চৌধুরী বলেন, ‘মানুষ মানুষের জন্য’ প্রাপ্ত তহবিলের টাকায় ইউনিয়ন পর্যায়ে তালিকাভুক্ত করে মঙ্গলবার থেকে খাবার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছেন। আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমার নির্বাচনী এলাকায় করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ঘরবন্দী নিম্ন আয়ের মানুষের জন্য প্রাথমিকভাবে এই টাকা বরাদ্দ দেয়া হয়েছে। প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বৈশ্বিক মহামারী করোনাভাইরাস নির্মূল না হওয়া পর্যন্ত আমার সংসদীয় আসন ভোলার চরফ্যাশন-মনপুরায় কর্মহীন দরিদ্র মানুষের কল্যাণে আর্থিক সহায়তায় সরকারের পাশাপাশি আমার এই র্কমসূচি অব্যাহত থাকবে।

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর