১ এপ্রিল, ২০২০ ০৫:১৬

করোনাভাইরাসে মারা গেলে দাফন হবে যেখানে

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে মারা গেলে দাফন হবে যেখানে

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যদি কোনও রোগীর মৃত্যু হয় তাহলে সেই মৃতদেহ সরকারি ব্যবস্থাপনায় চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর কবরস্থানে দাফন করা হবে।

গত ২৯ মার্চ দুপুরে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার কার্যালয়ে করোনাভাইরাস সংক্রমণ ও বিস্তাররোধ এবং আক্রান্ত ব্যক্তিদের ব্যবস্থাপনা বিষয়ক অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরীর মেয়র এবং চট্টগ্রামে করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবেলা কমিটির প্রধান আ জ ম নাসির উদ্দিন। এতে বিভাগীয় পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাসহ সরকারি বিভিন্ন সংস্থার পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আরেফিন নগর কবরস্থানটি নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায়। এই কবরস্থানের পাশেই রয়েছে সিটি করপোরেশনের বিশাল ময়লাস্তুপ। নগরীর বর্জ্য এই করবস্থানের পাশের খালি জায়গায় ফেলা হয়। 


বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

সর্বশেষ খবর