৫ এপ্রিল, ২০২০ ১১:৩৫

পাকিস্তানে করোনাভাইরাসে মৃত্যু ৪১ জনের, আক্রান্ত ২,৮১৮

অনলাইন ডেস্ক

পাকিস্তানে করোনাভাইরাসে মৃত্যু ৪১ জনের, আক্রান্ত ২,৮১৮

ফাইল ছবি

প্রত্যেক মুহূর্তে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পাকিস্তানে ইতোমধ্যেই আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১৮ জনে। মৃতের সংখ্যা ৪১ জন।

করোনায় পাকিস্তানে আক্রান্তের সংখ্যা ক্রমশই উর্ধমুখী। গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানে ২ জনের সংক্রমণ ধরা পড়ে। মার্চের ১৪ তারিখে সংখ্যাটা এসে দাঁড়ায় ৩৩ জনে। অর্থাৎ মোট ১৭ দিনে আক্রান্ত হন ৩৩ জন। কিন্তু এরপরেই বদলে যায় চিত্র। লাফিয়ে বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা।

মার্চের ১৫ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সংখ্যাটা দাঁড়ায় ২৮১৮। অর্থাৎ শেষ ২১ দিনে সংখ্যা বেড়েছে ২৭০০'রও বেশি। ফলে ব্যাপক চাপে পাকিস্তানের প্রশাসন। ২৮১৮ জনের মধ্যে ১৩১ জন সুস্থ হয়ে উঠেছেন ও ৪১ জন মারা গেছেন।

করোনাভাইরাসে বিশ্বব্যাপী ৬৪ হাজার ৬৬৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১২ লাখ মানুষ। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে প্রায় আড়াই লাখ। বাংলাদেশে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০ জন এবং মারা গেছেন ৮ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্তের সংখ্যায় সবার উপরে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত দেশটিতে ৩ লাখ ৮ হাজার ৬০৮ মানুষ এতে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৯৭ জনের।  


বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

সর্বশেষ খবর