৬ এপ্রিল, ২০২০ ০৮:১৮

করোনার সংকটে প্রিয়াঙ্কার অনুদান, মোদির প্রশংসা টুইট

অনলাইন ডেস্ক

করোনার সংকটে প্রিয়াঙ্কার অনুদান, মোদির প্রশংসা টুইট

করোনা মোকাবেলায় ভারতজুড়ে চলছে ২১ লকডাউন। বেশিরভাগ মানুষই ঘরবন্দি। এর মধ্যেই প্রতিদিন বেড়ে চলেছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র লকডাউনে কাজ হবে না। করোনা ঠেকাতে স্বাস্থ্যখাতে বিপুল বিনিয়োগ দরকার।

এমন পরিস্থিতিতে দেশের পাশে দাঁড়ালেন গ্লোবাল সিটিজেন প্রিয়াঙ্কা চোপড়া। করোনাভাইসের এই সংকটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ত্রাণ তহবিলে আর্থিক অনুদান দিলেন বলিউড ও হলিউড অভিনেত্রী। পিএম কেয়ার্স ফান্ডে টাকা পাঠিয়েছেন তিনি। নরেন্দ্র মোদিও প্রিয়াঙ্কার এমন কাজে খুশি হয়ে পালটা টুইট করে ধন্যবাদ জানিয়েছেন।

প্রিয়াঙ্কা তার গায়ক স্বামী নিক জোনাসের সঙ্গে মিলে পিএম কেয়ার্সের পাশাপাশি আরও বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনকেও আর্থিক সাহায্য করেছেন।

এই পরিস্থিতিতে ত্রাতা হয়ে এগিয়ে এসেছেন দক্ষিণি ছবির সুপারস্টারেরাও। বিশ্বের বিভিন্ন খেলোয়াড়েরাও অনুদান দিয়েছেন। দু'হাত খুলে দান করছেন অনেকেই। এবার সেই তালিকায় ঢুকে পড়লেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে ত্রাণ তহবিল খুলেছেন সেই 'পিএম কেয়ারস' ফান্ডে ২৫ কোটি টাকা অর্থসাহায্য করেছেন তিনি। ভারতীয় সেলেবদের মধ্যে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি অনুদান অক্ষয়েরই। এর আগে হৃত্বিক রোশন ২০ লাখ টাকা দিয়েছেন। কপিল শর্মাও দিয়েছেন ৫০ লাখ।

বিডি প্রতিদিন/কালাম

সর্বশেষ খবর