শিরোনাম
৬ এপ্রিল, ২০২০ ১০:২৫

প্রজন্মের পর প্রজন্ম ভোগাবে করোনাভাইরাস: হেনরি কিসিঞ্জার

অনলাইন ডেস্ক

প্রজন্মের পর প্রজন্ম ভোগাবে করোনাভাইরাস: হেনরি কিসিঞ্জার

হেনরি কিসিঞ্জার

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার সতর্ক করে বলেছেন, যথাযথ পদক্ষেপ না নিলে কভিড-১৯ করোনাভাইরাসের কারণে বৈশ্বিক অর্থনীতিতে ধস নামবে যা ভোগাবে প্রজন্মের পর প্রজন্মকে। 

গত ৩ এপ্রিল ওয়াল স্ট্রিট জার্নালে The Coronavirus Pandemic Will Forever Alter the World Order শিরোনামে একটি নিবন্ধ লিখেছেন হেনরি কিসিঞ্জার। সেখানেই তিনি সতর্ক করে বলেন, ''করোনা মোকাবেলায় ব্যর্থতা সারা বিশ্বকে বিপদের মুখে ঠেলে দিতে পারে।''

প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের অধীনে কাজ করেছেন হেনরি কিসিঞ্জার। ৯৬ বছরের প্রবীণ এ রাজনীতিবিদ ওই নিবন্ধে আরও লিখেছেন, মার্কিন প্রশাসন করোনায় তাৎক্ষণিক বিপর্যয় মোকাবেলায় 'দক্ষতার সঙ্গে কাজ' করেছে। করোনাকে প্রতিহত করতে ট্রাম্প প্রশাসনকে কার্যকর ও দূরদর্শী পদক্ষেপ নিতে হবে। শুধু আমেরিকারই নয়, সারা বিশ্বের বিশ্বাস ফিরে পেতে মার্কিন সরকারকে এটা করতেই হবে। 

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর