চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকেই ছড়িয়েছিল কভিড-১৯ করোনাভাইরাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় দীর্ঘসময় ধরে জনশূন্য এ শহরে প্রাণ ফিরেছে।
সড়কে গাড়ি চলাচল করছে, জীবনযাত্রা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এসেছে। কিন্তু দুই মাসের বেশি সময় ধরে চলা লকডাউনে যারা স্বজন হারিয়েছেন তারা জড়ো হচ্ছেন সমাধিক্ষেত্রে। হাজার হাজার উহানের বাসিন্দাকে মৃত স্বজনের শেষকৃত্য করতে হচ্ছে একরাশ ক্ষোভ ও কষ্ট বুকে নিয়ে। স্বাভাবিক জীবনে ফেরা তাদের জন্য কষ্টের হয়ে দাঁড়িয়েছে।
প্রিয়জনকে হারানো ঝাং হেই নামের উহানের এক বাসিন্দা বলেন, আমার হৃদয় ভেঙে গেছে। কষ্ট ও ক্ষোভে আমার হৃদয় ভারাক্রান্ত।
চীনে করোনায় মোট মৃত্যুর ৭৭ ভাগই হয়েছে উহানে। এ শহরে প্রায় ২৫ হাজারের বেশি মানুষ মারা গেছে করোনায় আক্রান্ত হয়ে।
বিডি প্রতিদিন/ফারজানা