করোনা মহামারির ক্লাস্টার এরিয়া নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৩৬ শ্রমিককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নিয়েছে খাগড়াছড়ির পানছড়ি উপজেলা প্রশাসন।
এদিকে খাগড়াছড়িতে প্রবেশ ও বাহিরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। প্রতিদিন বিকাল ২টা থেকে ঔষধের দোকান ছাড়া সকল দোকানপাট এবং যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
পানছড়ি থানার ওসি দুলাল হোসেন জানান, নারায়ণগঞ্জ থেকে জেলার পানছড়িতে নিজ বাড়িতে এসে আত্মগোপনে থাকে ২ শ্রমিক। প্রশাসন বিষয়টি জানতে পারে পানছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়। এছাড়া একইভাবে দেশের বিভিন্ন স্থান থেকে আসা আরো ৩০ শ্রমিককেও বিভিন্ন বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টি রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, উপজেলা প্রশাসন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের খাবারসহ সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে।
এদিকে রবিবার (১২ এপ্রিল) দুপুর ১২টা থেকে রামগড় সোনাইপুল ফরেনার্স চেক পোষ্টের সামনে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, গুইমারা রিজিওনের ১৪ ফিল্ড আর্টিলারী সিন্ধুকছড়ি জোনের সাবজোন কমান্ডার মেজর মো. জুনায়েদ বিন কবির, রামগড় উপজেলা নির্বাহী অফিসার আ. ন. ম বদরুদ্দোজা, সিন্দুকছড়ি সাবজোনের ক্যাপেন্ট মো. আব্দুলাহ আল সাদ, সহকারি কমিশনার (ভূমি) সজিব কান্তি রুদ্র, রামগড় থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান প্রমূখ।
সিন্দুকছড়ি সাবজোন কমান্ডার মেজর জুনায়েদ বিন কবির জি সাংবাদিকদের বলেন, সাধারণ মানুষদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রাখতে উপজেলা প্রশাসন আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের সেনাবাহিনীর সদস্যরা সর্বদা জনসচেতনতামূলক কাজ করে যাচ্ছেন। এবং বহিরাগতরা যেন আজ থেকে খাগড়াছড়ি অথবা রামগড়ের কোন এলাকায় করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রবেশ এমনকি এলাকার মানুষগুলো যেন অন্য এলাকায় যেতে না পারে সেজন্য সোনাইপুল ফরের্নাস চেক পোষ্ট এলাকায় রাস্তা সম্পূর্ণ লক করে দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল