বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। ভাইরাসটি ইতোমধ্যে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে থাবা বসিয়েছে। এর বিষাক্ত ছোবলে প্রতি মুহূর্তে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এখন পর্যন্ত কোনও প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় গোটা বিশ্ব যেন অসহায় হয়ে পড়েছে এই করোনাভাইরাসের কাছে।
নতুন করোনাভাইরাসের চিকিৎসায় ওষুধের প্রয়োগ নিয়ে বেশ কিছু গবেষণা চলছে; কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন হাইড্রোক্সিক্লোরোকুইন এক্ষেত্রে ‘গেম চেঞ্জার’। এই ওষুধ ম্যালেরিয়া, লুপাস এবং রেউমাটোইড আর্থাইটিসের চিকিৎসায় ব্যবহার হয়। যদিও করোনা ভাইরাস চিকিৎসায় এর কার্যকারিতা নিয়ে এখনো পুরোপুরি নিশ্চিত নন তার প্রশাসনের কর্মকর্তা ও চিকিৎসকরাই।
ওষুধের ব্যবহারের ক্ষেত্রে ক্লিনিক্যাল পরীক্ষাকে ‘গোল্ড স্টান্ডার্ড’ হিসেবে বিবেচনা করা হয়। করোনা চিকিৎসায় এই ওষুধ কাজ করতে পারে, আবার নাও করতে পারে। এটি নিরাপদ হতে পারে আবার রোগীর জন্য ক্ষতিকরও হতে পারে।
এ ব্যাপারে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ক্লিনিক্যালট্রায়ালস.জিওভি, ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ ডাটাবেজ এবং যুক্তরাষ্ট্রে করোনা চিকিত্সায় হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের বিষয়ে কমপক্ষে ১৫ গবেষণা কেন্দ্রের তথ্য যাচাই করে সেই উত্তর খোঁজার চেষ্টা করেছে।
কত দ্রুত জানা যাবে যে- করোনা চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন কাজ করে? ট্রাম্প বলছেন, কয়েক দিনের মধ্যেই জানা সম্ভব; কিন্তু ডাক্তাররা বলছেন, এটা জানতে কয়েক সপ্তাহ বা কয়েক মাসও লেগে যেতে পারে। গত ২৯ মার্চ ট্রাম্প ফক্স নিউজকে বলেন, হাইড্রোক্সিক্লোরোকুইন ও অ্যাজিথ্রোমাইসিন কাজ করে কি না—আগামী তিন দিনের মধ্যে এ সম্পর্কে ভালো ধারণা পাওয়া যাবে। সিএনএন এ বিষয়ে ১৫টি গবেষণা সেন্টারের কাছে জানতে চেয়েছিল। এর সাতটি সেন্টার কোনো জবাব দেয়নি। ছয়টি সেন্টার বলেছে, কয়েক মাস সময় লাগবে। হেনরি ফোর্ডে ডাক্তাররা বড়ো ধরনের ক্লিনিক্যাল পরীক্ষা চালিয়েছে। এই গবেষণা শেষ করতে তাদের চার মাস লাগবে।
ফ্রান্সের গবেষকরা বলছেন, ইতিমধ্যে তারা ক্লিনিক্যাল পরীক্ষায় দেখেছে—হাইড্রোক্সিক্লোরোকুইন করোনা চিকিৎসায় কাজ করে। প্রেসিডেন্ট ট্রাম্প গত ৫ এপ্রিল হোয়াইট হাউজের ব্রিফিংয়ে ফ্রান্সের এই ক্ষুদ্র গবেষণার কথা সদর্পে বলেন; কিন্তু ডাক্তাররা বলছেন, এই গবেষণা ভয়াবহ। ইতিমধ্যে এটি নিয়ে সমালোচনা হয়েছে। বিশেষজ্ঞরা সিএনএনকে বলেছেন, ফ্রান্সের এই গবেষণা সম্পূর্ণ ব্যর্থ এবং করুণ।
কিছু মানুষ কি হাইড্রোক্সিক্লোরোকুইনের ক্লিনিক্যাল পরীক্ষা বিলম্বিত করার চেষ্টা করেছে? ট্রাম্প বলছেন হ্যাঁ; কিন্তু ডাক্তাররা বলছেন এ বিষয়ে তাদের ধারণা নেই। যুক্তরাষ্ট্রের সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞরা সিএনএনকে বলেন, কারা এই গবেষণাকে ধীর করার চেষ্টা করছেন সেটা জানা নেই তাদের; কিন্তু ট্রাম্প এই ওষুধের কথা বলার আগেই তারা হাইড্রোক্সিক্লোরোকুইন পরীক্ষার পরিকল্পনা করেছিলেন।
করোনা রোগীদের জন্য নিরাপদ কি হাইড্রোক্সিক্লোরোকুইন? ট্রাম্প বলছেন অবশ্যই। ট্রাম্প বলতে চাইছেন, হাইড্রোক্সিক্লোরোকুইন ক্ষতিকর নয়। ১ এপ্রিল ব্রিফিংয়ে তিনি বলেন, এটি আপনাকে মেরে ফেলবে না। ৪ এপ্রিল তিনি বলেন, আপনার হারানোর কী আছে, এটি ব্যবহার করুন; কিন্তু ডাক্তাররা বলছেন, এই ওষুধের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া আছে।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/ ওয়াসিফ