করোনাভাইরাস বিশ্বজুড়ে মহামারি রূপ নিয়েছে। ইতোমধ্যে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। এর বিষাক্ত ছোবলে উত্তর কোরিয়ার সামরিক হাসপাতালে সম্প্রতি চারজন চিকিৎসক মারা গেছেন। তাদের সবার মধ্যেই করোনাভাইরাসের লক্ষণ ছিল বলে জানা গেছে। দেশটির সেনাবাহিনীর সূত্রে বিষয়টি জানিয়েছে ডেইলি এনকে।
জানা গেছে, মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন সামরিক এবং একজন বেসামরিক চিকিৎসক। গত ১ এপ্রিল দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে ৫ এপ্রিল মারা গেছেন ওই চারজন চিকিৎসক। ওই চিকিৎসকরা নিবিড় পরিচর্যা কেন্দ্রে সে দেশের সেনাবাহিনীর সদস্যদের চিকিৎসা করতেন। চিকিৎসকদের মৃত্যুর জেরে সেনাবাহিনীর অন্তত ৫০ জন এবং হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ ২০ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। মৃত্যুর ঘটনাটি ঘটেছে চিকিৎসকদের পার্সোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট স্বল্পতার কারণে। মৃত চিকিৎসকদের পরিবারের সদস্যদের বলা হয়েছে, জানাজা এবং দাফন করবে সেনাবাহিনী। সে অনুসারে দাফনের আগে মরদেহগুলোতে ব্যাপকহারে জীবাণুনাশক ছেঁটানো হয়।
এদিকে, প্রাণঘাতী এই ভাইরাসে উত্তর কোরিয়ার সেনাবাহিনীর অনেকেই আক্রান্ত হওয়ার জেরে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন দ্রুত গতিতে হাসপাতাল বানানোর নির্দেশ দিয়েছেন। ফলে হাসপাতালটি বানানো হচ্ছে বলে গুঞ্জন রয়েছে। জানা গেছে, কিম জং উনের নির্দেশে পিয়ংইয়ংয়ে হাসপাতালটি বানানো হচ্ছে। ক্ষমতাসীন দলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ওই হাসপাতাল বানানো হচ্ছে। এক মাস আগেই ওই হাসপাতাল বানানোর সিদ্ধান্ত হয়েছে বলেও প্রচারণা চালানো হচ্ছে। তবে ওই হাসপাতালের আয়তন এবং শয্যা সংখ্যা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার