কিশোরগঞ্জে করোনাভাইরাস আক্রান্ত এক চিকিৎসক সুস্থ হয়ে উঠেছেন। আরিফ আহমেদ জনী নামের ওই চিকিৎসক কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার। আজ সোমবার তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মনজুরুল হক জানান, করোনা আক্রান্ত হয়ে ওই চিকিৎসক গত ১৫ এপ্রিল এ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত ১৮ এপ্রিল ও ২৩ এপ্রিল পর পর দুটি নমুনা পরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ আসায় তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত ২৬ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। এ নিয়ে জেলায় ১৭৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা